রেড নিউজ ২৪.কম
বিনোদন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলামের চিকিৎসা ভার নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চাষী নজরুল দুরারোগ্য লিভার ক্যানসারে আক্রান্ত।
বুধবার রাত সোয়া ৯টায় চাষী নজরুল ইসলামের স্ত্রী জোৎস্না কাজী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বিএনপি চেয়ারপারসন তার চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেন।
তিনি চাষী নজরুলের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দায়িত্ব দিয়েছেন।
সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন- চেয়ারপারনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, জাসাসের সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক।