টোয়াইলাইট খ্যাত বলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনস বেশ মেতেই আছেন তার নতুন প্রেমিকাকে নিয়ে। এইতো কিছুদিন আগে তিনি নতুন প্রেমিকাকে নিয়ে একসঙ্গে থাকার জন্য আসবাবপত্র কিনতে গিয়েছিলেন ফার্নিচারের দোকানে।
এবার প্রেমিকা এফকেএ টুইগসকে নিয়ে একটু আরাম আয়েশে থাকার জন্য নতুন একটি বাসা কিনতে চাচ্ছেন এ অভিনেতা। চার বেডরুম এবং তিন-বাথরুমের একটি বাড়ি খুঁজছেন। আর বাড়িটা কিনতে চান ব্রুকলিনে।
তিনি সাধারণ মানুষের বিরক্তির হাত থেকে বাঁচতেই নতুন বাসা খুঁজছেন। তবে অবশ্যই সেটা শহর থেকে দূরে নয়।