আন্তর্জাতিক: এবোলার ভয়ে সোমালিয়ায় অবস্থানরত নিজেদের সেনাবাহিনীকে ফিরিয়ে আনছে সিয়েরালিওন। আল কায়েদার শাখা সংগঠন আল শাবাবের বিরুদ্ধে অভিযান চালাতে, সিয়েরা লিওনের সেনাবাহিনীর একাংশ প্রতিবেশী রাষ্ট্র সোমালিয়ায় কাজ করে যাচ্ছিল। আফ্রিকান ইউনিয়নের সোমালিয়া প্রতিনিধি মামান সিদো জানান, ‘তাদের চলে যাওয়া উচিৎ। আমরা চেয়েছিলাম তারা থাকুক, কিন্তু (এবোলা) পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।’