প্রিমিয়ার লিগে এমনিতেই বেশ পিছিয়ে ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে টানা কয়েকটি জয়ের পর যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল দলটি, তখন আবারও হোঁচট খেল তারা। বরং কোনমতে হার এড়িয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হলো এস্টন ভিলার সঙ্গে।
শনিবার ভিলাপার্কে স্বাগতিক অ্যাস্টন ভিলার মুখোমুখি হয় লুই ফন গালের শিষ্যরা। কিন্তু প্রথম থেকেই স্বাগতিকদের আক্রমণ ঠেকাতে ব্যাস্ত থাকতে হয় রেড ডেভিলদের রক্ষণভাগকে। যদিও ঘুর ঘুচিয়ে আক্রমণে যেতে শুরু করে ম্যানইউ। কিন্তু স্রোতের বিপরীতে উল্টো গোল হজম করে বসে তারা। ১৮ মিনিটে ম্যানইউর জালে বল জড়িয়ে দেন ক্রিশ্চিয়ান বেনেটেক।
১-০ গোলে পিছিয়ে পড়ে সমতায় আনার চেষ্টা করতে থাকে ওয়েন রুনিরা। প্রথমার্ধে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়ার্ধে গিয়ে কোনমতে গোলটা শোধ করেন রাদামেল ফ্যালকাও। ৫৩ মিনিটে এই গোল দেওয়ার পর অবশ্য কেউ আর কারও জাল খুঁজে পায়নি। ১-১ গোলে সমতা নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ম্যানইউ।