খিলগাঁওয়ে এক ব্যবসায়ীকে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই Posted by TodayNews 24BD Date: December 07, 2014 in: অপরাধ Leave a comment 450 Views রেড নিউজ ২৪.কম অপরাধ: রাজধানীর খিলগাঁওয়ে কোরআন বাজার এলাকায় আব্দুস সালাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। আব্দুস সালাম একজন মুদি ব্যবসায়ী বলে জানা গেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।