নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দা দিয়ে কুপিয়ে বড়ভাইকে খুন করলো ছোটভাই। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ৪ মার্চ (রবিবার) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের হরিয়াবাজার শুক্রবাড়ী গ্রামের উমেদ আলী পাইকারের বড় ছেলে আবদুর রশিদ (৬০) নিজ বাড়িতেই ছোটভাইয়ের দায়ের কোপে নিহত হন। গোমস্তাপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এদিন সকালে বাড়িতেই আবদুর রশিদ ও তার ছোটভাই দুরুল হোদা (৫৫) বিরোধে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ছোটভাই দুরুল হোদা উত্তেজিত হয়ে বড়ভাই আবদুর রশিদকে দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে।
ঘটনার আকস্মিকতায় হতবিহব্বল পরিবারের সদস্যরা একপর্যায়ে দুরুল হোদাকে ধরে ফেলেন এবং গুরুতর আহত আবদুর রশিদকে রামেক হাসপাতালে নেয়ার পথে আবদুর রশিদের অবস্থার অবনতি দেখা দেয়ায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রশিদকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুরুল হোদাকে আটক করেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহীন কামাল জানান, খুনের ঘটনায় দুরুল হোদাকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।