চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে সমতলের আদিবাসীরা বিভিন্ন দাবী আদায়ের লক্ষে রাজশাহী অভিমুখে লংমার্চ শরু করেছে। এ উপলক্ষে ১৫ নভেম্বর (রোববার) সকাল সাড়ে ১১টায় নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেত্রী বৃন্দ।
সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি ও দেশের ভৌগলিক সীমারেখায় বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের পাহাড় ও সমতল ভূমিতে ভূমি অধিকার আদায়ের লক্ষ্যে “ভূমি কমিশন” গঠন, ভূমিদস্যুদের দখলে থাকা আদিবাসীদের ভূমি পূনুরুদ্ধার এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরীহ আদিবাসীদের উপর জুলুম ও অত্যাচার, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ৬দফার মৌলিক দাবী আদায়ের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি প্রদানের জন্য এ লংমার্চ শুরু করেন।
পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিন্দ্রনাথ সরেণ, সাংগঠনিক সম্পাদক বিমল কুমার রাজোয়াড়, অর্থ সম্পাদক এন্ড্রু সলোমার, কাপিল ফাউন্ডেশনের প্রতিনিধি বাবুল চাকমা, ঐক্যন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্জ, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ও বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল ও আদিবাসী নারী পরিষদের নেত্রী বাসন্তী মুর্মূ, নাচোল উপজেলা নৃতাত্বিক অ্যাকাডেমীর সাবেক সভাপতি বিধানচন্দ্র সিং। শেষে দুপুর সাড়ে ১২টায় লংমার্চ’র উদ্বোধন করেন ঐক্যন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্জ।