মোসা: লুৎফন্নেসা কাজল (নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৬’শ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেট কার উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।
নাচোল থানার ওসি (তদন্ত) ফাছির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ডিসেম্বর ভোর ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউপির পাহাড়পুর এলাকায় সড়কে ওৎপেতে থাকা পুলিশদল ফেন্সিডিল বহনকারি ঢাকা মেট্রো-গ ১১-৯২২৫ নম্বরের একটি ছাই রঙয়ের প্রাইভেট কারকে ধাওয়া করলে কারটি রেখে চালক পালিয়ে যায়।
এসময় তল্লাসি চালিয়ে কারটিতে ৬’শ বোতল ফেন্সিডিল পায় পুলিশ। পরে স্থানীয়দের উপস্থিতিতে ৬’শ বোতল ফেন্সিডিল ও প্রাইভেট কারটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে পুলিশের পক্ষ থেকে বিশেষক্ষমতা আইনে একটি মামলা দায়ের বরা হয়েছে।