Select your Top Menu from wp menus
Last updated: 29/03/2021 at 10:14 PM | আজ শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ, ৪ রমজান, ১৪৪২ হিজরি
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দলিত জনগোষ্ঠীর মতবিনিময়সভা

Nachol-p

জান্নাতুন ফেরদৌসী মিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নীতিনির্ধারক ও স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা” শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনিল কুমার মৃধা’র সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা: গোলাম মোস্তফা বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা শফিকুল ইসলাম, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিভোতোষ রায়, চাঁপাই্নবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি ব্রহ্মনাথ ঠাকুর, নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারি আফসানা বিনতে আমিন, রহনপুর ইউসুফ আলী কলেজের সহকারী অধ্যাপক মো: আব্দুল্লাহ, নাচোল থানার ওসি (তদন্ত) ফাছির উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল হক ও নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব।

মতবিনিময় সভায় বক্তাগণ সরকারী চাকুরী ক্ষেত্রে দলিত জনগোষ্ঠীর কোটা সংরক্ষণ,খাসজমি বন্দোবোস্ত প্রদান, মৃত ব্যক্তির সৎকারের জন্য শশ্মানের জমি বরাদ্দ প্রদানসহ সকল ক্ষেত্রে নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

About The Author

এ বিভাগের অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *