শোক সংবাদ : চাঁপাইনবাবগঞ্জের প্রথিতযসা প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট গীতিকার, নাট্যকার, কবি ও ছড়াকার সৈয়দ নাজাত হোসেন লিভার সিরোশিসে আক্রান্ত হয়ে রাজধানী ধানমন্ডির ফারাবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ডিসেম্বর (সোমবার) দুপুর পৌনে ২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। তাঁর মৃতুতে শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব’র সদস্যসহ জেলার অন্যান্য ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মৃত্যুকালে কালে স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেথে গেছেন ।
গত অক্টোবর মাসের শুরুর দিকে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে লিভার সিরোশিস ধরা পড়ে। ওই মাসেই তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়া হয়।
২০ নভেম্বর তাকে দেশে ফিরিয়ে আনা হয়। গত শনিবার ভোরে আবারো অসুস্থ্য হয়ে পড়লে রোববার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তাঁর শেষ নিঃশ্বাস দেহত্যাগ করে।
সাংবাদিক সৈয়দ নাজাত হোসেনের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ ইমতিয়ার ফেরদৌস সুইট গভীর শোক প্রকাশ ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাসহ তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের শোক
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সংবাদপত্র জগতের অন্যতম পথিকৃত সৈয়দ নাজাত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব।
৭ডিসেম্বর (সোমবার) প্রেরিত এক শোকবার্তায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সম্পাদক আসাদুল্লাহ আহমদ সহ সকল সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।