ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পরিবেশ, পানি ও স্যানিটেশ” বিষয়ে ৩ দিনব্যাপী পরিবেশ ও স্যানিটেশন মেলা/১৫ উদ্বোধন করা হয়েছে। ২৬ হতে ২৮ নভেম্বর ৩ দিনব্যাপী পরিবেশ ও ওয়াটসান মেলার উদ্বোধন করা হয়েছে। এ্যানহেনসিং গর্ভানেন্স এন্ড ক্যাপাসিটি অফ সার্ভিস প্রোভাইডার এন্ড সিভিল সোসাইটি ইন ডাব্ল এসএস প্রকল্পের আওতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ জাতিসংঘ কর্তৃক নিরাপদ পানি ও স্যানিটেশনকে মানবাধিকার হিসাবে ঘোষণা করার ধারাবাহিকতায় দূর্গম ও পিছিয়ে পড়া অঞ্চলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে এ মেলার আয়োজন করা হয়েছে। ২৬নভেম্বর (বৃহস্পতিবার) মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ মাঠে দলদলী ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে “ এ মেলার উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক। বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মেহেফুর রহমান, এনজিও ফোরাম ফোর পাবলিক এর আঞ্চলিক ব্যাবস্থাপক রবিউল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী, সাদা মনের মানুষ জিয়াউল হক, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনজিও ফোরাম ফোর পাবলিক হেলথ এর কর্মসূচী সহায়ক সাবিত জাহান শিশিরসহ অন্যরা। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৪টি ষ্টললে জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পরিবেশ, পানি ও স্যানিটেশ উপকরণ প্রদর্শন করা হচ্ছে।