চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী সায়মা খাতুনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাসা থেকে রবিবার দিবাগ রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, একটি চাঁদাবাজির মামলায় শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়মা খাতুনকে রবিবার রাতে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সায়মা খাতুনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ একাধিক মামলা রয়েছে।
চাঁদাবাজির মামলাটি রবিবার রাতেই করা হয় বলে জানান তিনি।