শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা হয়েছে।
১১ এপ্রিল (বুধবার) দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয়ে নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মান্নান, পরিসংখ্যান অফিসার মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুুস সালাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহতাব উদ্দিন, প্রধান শিক্ষক (অব.) আসাদুজ্জামান ও শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দৌলাসহ অন্যরা।