মোহাঃ মমিনুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় আফরোজা বেগম নামে এক গৃহবধু নিহত হয়েছে। শিবগঞ্জ থানার অফিসারইনচার্জ এমএম ময়নুল ইসলাম জানান, ১২ডিসেম্বর (শনিবার) সকালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার হরিসংকরপুর গ্রামের মাইনুলের স্ত্রী আফরোজা বেগম মোটরসাইকেল যোগে ভারতে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
পথিমধ্যে কলাবাড়ি নামক স্থানে সোনমসজিদ গামী একটি ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সুযোগ বুঝে চালক ট্রাকসহ পালিয়ে যায়। তিনি আরো জানান খবর পেয়ে ঘটনাস্থলে দ্রত পুলিশ পাঠানো হয়েছে।