শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তবর্তী জমিনপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ১জনকে আটক করেছে কিরণগঞ্জ বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তি- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে মো. মাসুদ রানা (৪৫)।
বিজিবি সূত্রে জানা গেছে, ২৫ফেব্রুয়ারি (রোববার) দুপুর পৌনে ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির মেইন পিলার ১৭২/৪ এস হতে বাংলাদেশ অভ্যন্তরে ২০ গজ জমিনপুরের একটি আম বাগান থেকে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে ওই এলাকায় কিরণগঞ্জ বিওপির ক্যাম্পের সুবেদার আলমগীর এর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এসময় সময় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ মো. মাসুদ রানাকে হাতেনাতে আটক করে।
এব্যাপারে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটকের বিষয়টির এক প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।