নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়ে সার্জেন্ট আতাউল হক ট্রাফিক বক্সের দ্বিতল ভবন উদ্বোধন করা হয়েছে। ২৫ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম। এর আগে বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) আব্দুল হাই সরকার, সদর থানার অফিসার ইনচার্জ মনজুর রহমান, ওসি ডিবি মাহবুব আলম, ট্রাফিক পরিদর্শক জাহিদুল হক, আতাউল আল কোরাইশীসহ অন্যরা। উল্লেখ্য, প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে এই ট্রাফিক বক্সের দ্বিতল ভবন নির্মাণ করা হচ্ছে।