নিজস্ব প্রতিবেদক: “সময় এখন নারীর; উন্নয়নে তার, বদলে যাচ্ছে গ্রাম শহর কর্মজীবনধারা” এই শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
৬ মার্চ (মঙ্গলবার) বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হায়াৎ মো. রহমতুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আকতার, জেলা শিশু একাডেমি কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, এ্যাড. সাইফুর রহমান রেজাসহ অন্যরা। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, বিভিন্ন নারী সংস্থার কর্মকর্তা ও নেতৃবৃন্দ অংশ নেয়।