নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদনের কলা কৌশল ও সংগ্রহত্তোর ব্যবস্থাপনা বিষয়ক আম চাষি ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ হয়েছে।
২৪ এপ্রিল (মঙ্গলবার) সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা পরিষদের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান। প্রশিক্ষণে বক্তারা নিরাপদে আমের যতœ, উৎপাদনের কলাকৌশল সম্পর্কে ধারণা ও সংগ্রহ সংরক্ষণের বিষয়ে আম চাষীদের পরামর্শ প্রদান করেন।