নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও জেলা শ্রমিক ইউনিয়নভুক্ত সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২০ জুন (বুধবার) বিকেলে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এ সংবর্ধনার আয়োজন করে। এ-উপলক্ষে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে জেলা পিরবহন মালিক গ্রুপের সভাপতি এফকেএম লুৎফর রহমান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, সংগঠনের জেলা পিরবহন মালিক গ্রুপের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন, ওই সংগঠনের সহ-সভাপতি ওজিউল ইসলাম, কৃতী শিক্ষার্থী নওশিন নাওয়ার। পরে প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২২জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্টসহ পুরস্কার প্রদান করা হয়।