নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
২৯ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বিপিএম বার। বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মিনী মিসেস দিলরুবা খুরশীদ। সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটগণ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ার্যম্যান আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম খান পিপিএম, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আব্দুল হাই সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আকবর হোসেন, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তসলিম উদ্দিন, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, ‘দৈনিক চাঁপাই চিত্র’র সম্পাদক মোঃ কামাল উদ্দিন, ‘দৈনিক গৌড় বাংলা’র সম্পাদক হাসিব হোসেন, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহাঃ জোনাব আলীসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে পুলিশের বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ উপলক্ষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।