ইমরান আলী: চাঁপাইনবাবগঞ্জে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। ৩১ মার্চ (শনিবার) সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের এনায়েতপুর নামক স্থানে দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। অপরদিকে শিবগঞ্জ-মনাকষা আঞ্চলিক সড়কের কালুপুর এলাকার মটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী নিহত ও অপর ১জন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী নুরেশা বেগম(৩৫)। এব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার শেখ শাহীন কামাল জানান, রহনপুর-আড্ডা সড়কের এনায়েতপুর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে নুরেশা নামে এক নারী নিহত।হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নুরেশা নাচোল উপজেলার আক্কেলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনা
এদিকে, শিবগঞ্জ-মনাকষা আঞ্চলিক সড়কের কালুপুর এলাকার মটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী নিহত ও অপর ১জন আহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন- উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের পনের রশিয়া গ্রামের আলহাজ্ব মৃত জয়নাল আবেদীনের ছেলে আবদুর রউফ (৫০)। আহত ব্যক্তি ওই এলাকার মৃত ঝাটুর ছেলে কুয়েত প্রবাসী জুয়েল রানা (৪০)। শিবগঞ্জ থানার অফিসার মো. হাবিবুল ইসলাম জানান, ৩০ মার্চ (শুক্রবার) রাত ৮টার দিকে রউফ ও জুয়েল মটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
এসময় বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-০২-০৩৮২) নম্বরের একটি ট্রাক কালুপুর এলাকায় পৌঁছলে মটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রউফ মারা যায়। এঘটনায় স্থানীয়রা ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ওসি আরো বলেন. সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।