ইমরান আলী : প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাস্তবায়ন হওয়া প্রকল্পগুলো স্থানীয় মিডিয়াকর্মীদের নিয়ে সচিত্র পরিদর্শন ও মতবিনিময় হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। প্রধানমন্ত্রী শেখ এসবের মধ্যে অন্যতম হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় ১৯মে (শনিবার) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তালপুকুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খান, ঢাকা তথ্য অধিদপ্তরের প্রধান ফিচার রাইটার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মাতিনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ। এসময় প্রকল্পের বিভিন্ন সেবা ও সমস্যা নিয়ে কথা বলেন, জেলা তথ্য অফিসার ওহেদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি নাইমুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মাতিন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোরিকুল ইসলামসহ অন্যরা।
পরিদর্শণকালে বক্তব্য রাখেন, তালপুকুর আশ্রয়ণ প্রকল্পের সভাপতি শ্রী গৌতম হলদার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সুবিধাভূগি মোসা. ফেরদৌসী খাতুন, ফেরজিয়া শাহনাজসহ অন্যরা। সেখানে আশ্রয়ন প্রকল্পের ১০টি পরিবারের সার্বিক বিষয় আলোচনা হয়। এসময় বক্তারা বলেন, ১৯৯৮ সালে বাস্তবায়িত তালপুকুর আশ্রয়ণ এই প্রকল্পটি। আমরা অনেক সুযোগ-সুবিধা পেলেও রাস্তা-ঘাট না থাকায় আমাদের সন্তানেরা স্কুল যেতে পারছে না। এসময় হঠাৎ কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালেও নেয়া অসম্ভব হয়ে পড়ছে।
এছাড়া আমাদের এখানে ভালো কোন পায়খানা, স্বাস্থ্য সেবা টিকা, প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা পায়না। আমাদের দাবি এই সব সুবিধা যেনো দ্রুত পাই। পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়। তালপুকুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তর দেন অতিথিরা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা তথ্য অধিদপ্তরের প্রধান ফিচার রাইটার মোঃ মিজানুর রহমান।
এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে গৃহীত প্রকল্পগুলোর সুবিধার বিষয়গুলো তুলে ধরতে মিডিয়াকর্মীদের আহবান জানানো হয়।