ইমরান আলী: চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র গণ স্বাক্ষর সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজাকে ঘিরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে এ গণ স্বাক্ষর সংগ্রহ করা হয়।
১৭ফেব্রুয়ারি (শনিবার) সকালে শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ে গণ স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ।
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্নস্তরের নেতা-কর্মীরা ও সাধারণ খেটে খাওয়া মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বাক্ষরে অংশ নেন। পরে শহরের প্রধান প্রধান মার্কেটে ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণ স্বাক্ষর সংগ্রহ করা হয়।
এছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়নেও গণস্বাক্ষর কর্মসুচীতে যোগ দেন নারী-পুরুষরা।