ইমরান আলী : চাঁপাইনবাবগঞ্জে সেচ্ছাসেবী পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তি সংগঠন “সবুজ বাংলাদেশ” উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ৫ জুন (মঙ্গলবার) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. দাউদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ‘সবুজ বাংলাদেশ’র সদস্য সচিব মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মামুন আলী, ফরহাদ আলী, আব্দুল আহাদ, সারওয়ার আজিমসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিভিন্ন জাতের চারা রোপন করা হয়।