ইমরান আলী : র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে ২ হাজার ৯’শ ৫২ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
৬ মে শনিবার) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় সদর উপজেলার সুন্দরপুরের মোঃ তামিজউদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৫৫)কে। শনিবার রাতে র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, শনিবার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরপুরে অভিযান চালায় র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসময় ২ হাজার ৯’শ ৫২ পিস ইয়াবাসহ তোফাজ্জলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তোফাজ্জল দীর্ঘদিন থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।