নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তোফায়েল আহমেদ মিলন (২৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার মহারাজপুরে চকলামপুর গ্রামে এঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোদাচ্ছের রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিলন চকলামপুর গ্রামের আব্দুল সালামের ছেলে। এ সময় তার লাশের পাশে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪টি ককটেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। সদর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ শাখার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে র্যাবের একটি টহল দল মহারাজপুর ইউনিয়নের চকলামপুর গ্রামে টহল দেয়ার সময় একদল দুর্বৃত্ত র্যাবকে লক্ষ করে গুলি করে। তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র্যাব সদস্যরা। উভয় পক্ষের মধ্যে আধাঘণ্টা ধরে গোলাগুলির সময় চাঁপাইনবাগঞ্জ সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ ও র্যাবের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত ৩টার দিকে চকলামপুর গ্রামের পাশে একটি আম বাগানে তল্লাশির সময় গুলিবিদ্ধ মিলনের লাশ পাওয়া যায়।