Select your Top Menu from wp menus
Last updated: 29/03/2021 at 10:14 PM | আজ মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৩০ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ, ৩০ শাবান, ১৪৪২ হিজরি
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইমরান আলী: চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে নানা কর্মসুচীর মধ্যদিয়ে পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ উপলক্ষ্যে ২০ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাত ১২টা ১মিনিটে একুশের প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ চত্বরে শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। এতে সংসদ সদস্য, জেলা জজশীপ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন, সড়ক ও জনপথ বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা আইনজীবী সমিতি, আওয়ামীলীগ, ছাত্রলীগ, জাসদ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আদীব আলী, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ তরিকুল ইসলাম মজনুসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রধানগণ উপস্থিত ছিলেন।
অমর একুশের কর্মসুচীর মধ্যে সুর্য উদয়ের সাথে সাথে প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন, দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃত্তি ও একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচী। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান সকালে প্রভাত ফেরী করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনার চত্বরে একুশে’র বিশেষ আলোচনা সভা, জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় জেলা শিশু একাডেমী, জেলা তথ্য অফিস এর উদ্যোগে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, গণ্যমান্য অতিথিবর্গ ও নারী, শিশুসহ সর্বস্তরের মানুষ। জেলার বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনারসহ বিভিন্ন শিক্ষা ও অনান্য প্রতিষ্ঠানের শহীদ মিনারগুলিতেও পূষ্পার্ঘ্য অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা ও অনান্য প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথক কর্মসূচী পালন করে।
বিভিন্ন উপজেলাতে শহীদ মিনারে ফুল দিয়ে দিবসের কর্মসূচী আরম্ভ হয়। এদিকে, নবাবগঞ্জ সরকারি কলেজ, শিশু একাডেমীসহবিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান সকালে শহরে প্রভাত ফেরী করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। দিবসটি ঘিরে সরকারি কর্মসুচির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নানান কর্মসুচি পালন করে। অন্যদিকে শিবগগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় দিবসটি উপলক্ষে নানা কর্মসুচী পালিত হয়েছে।

About The Author

এ বিভাগের অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *