নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস, ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ মুক্ত নিরাপদ শিক্ষাঙ্গনের লক্ষ্যে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা হয়েছে। ১৪ জুলাই (শনিবার) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে অধ্যক্ষ মো. দাউদ হোসেনের সভাপতিত্বে অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মাদক থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। সন্ত্রাস, ইভটিজিং কিংবা জঙ্গীবাদের সাথে কেউ জড়িত থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করারও আহবান জানান বক্তারা। মতবিনিময় সভায় কলেজের শিক্ষকমন্ডলী, বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ অংশ নেয়।