ইমরান আলী : আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসম্মত আম উৎপাদন ও বাজারজাতকরণ, আম বাজারজাতকরণে জেলাব্যাপী আম ক্যালেন্ডার প্রণয়ন বিষয়ে সভা হয়েছে।
১৫ এপ্রিল (রবিবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হান্নু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হোদা, আঞ্চলিক উদ্যানত্তত্ব গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, চ্যানেল আই’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহাঃ জোনাব আলী, কানসাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেনাউল ইসলাম, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, কানসাট আড়ৎদার সমবায় লিমিটেডের সভাপতি মোঃ হাবিবুল্লাহ, রহনপুর আড়ৎদার সমিতির সভাপতিসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন জেলার আম ব্যবসায়ী, চাষীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলায় এবছর প্রণয়ন করা আম ক্যালেন্ডারে সকল প্রকার গুটি আম ২০মে, ২৫মে গোপালভোগ, হিমসাগর ও ক্ষিরসাপাতা ২৮মে, লক্ষনভোগ ১ জুন, ল্যাংড়া ও বোম্বায় ৫ জুন, ফজলী ও সুরমা ফজলী ১৫ জুন, আম্রপালি ১৫ জুন, আশ্বিনা ১ জুলাই বাজারজাতকরণের সময় নির্ধারণ করা হয়েছে
তবে এছর দেরিতে আমের মুকুল আসায় আম ক্যালেন্ডারে সংশোধন করা হতে পারে বলেও জানানো হয় সভায়। সভায় এবছর সঠিকভাবে এবং ডিজিটাল পদ্ধতিতে আম ক্রয়-বিক্রয়ের বিষয়ে আলোচনা হয়। জেলার আমের সুনাম অক্ষুন্ন রাখতে এবং চাঁপাইনবাবগঞ্জের আমকে দেশে ও বিদেশে রপ্তানীতে ভূমিকার রাখার জন্য গণমাধ্যম ও জেলাবাসীর সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।