নিজস্ব প্রতিবেদক: সড়ক দূর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর-দিয়াড় ধাইনগর আঞ্চলিক সড়কে এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু দিয়াড় ধাইনগর গ্রামের এমরান আলীর ছেলে ও মহিপুর নুরানী মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্র জোবায়ের রহমান (৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮ মার্চ (রবিবার) সকাল সাড়ে ৭টার দিকে গোবরাতলা ইউনিয়নের মহিপুর-দিয়াড় ধাইনগর আঞ্চলিক সড়কে বাইসাইকেলযোগে মাদ্রাসায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রলি চাপায় ঘটনাস্থলেই মারা যায় জোবায়ের।
সদর থানার এস.আই আমিনুল ইসলাম জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশু জোবায়ের এর লাশ উদ্ধার করি। দূর্ঘটনার পর ট্রলি চালক একই গ্রামের নজরুল ইসলামকে (৪৫) আটক করে স্থানীয়রা। কিন্তু পরিবার থেকে কোন অভিযোগ না করায় এবং ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংশা হওয়ায় লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়। এব্যাপারে সদর থানায় একটি জিডি করা হয়েছে।