ইমরান আলী : চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১২০১টি কেন্দ্রে ২ লক্ষ ১৭ হাজার ৬’শ ৫৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ১৪ জুলাই (শনিবার) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৮ এর প্রথম রাউন্ডের কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় সহকারি পরিচালক (প্রশাসন) ডা. আব্দুর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. খায়রুল আতাতুর্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মাতিন, ডা. নাদিম সরকার ও ডা. আবুল কাশেমসহ অন্যরা।
সিভিল সার্জন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ১ হাজার ২’শ ১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইনের অধীনে প্রথম রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ১’শ ৮৫ জন শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৯২ হাজার ৫’শ ৭১ জন শিশুেেক একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিসের অধিনস্থ স্বাস্থ্য দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও ২ হাজার ৪’শ ২ জন স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করেছে। সিভিল সার্জন বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শিশুর স্বাভাবিকভাবে শারিরীক বৃদ্ধিতে সহায়তা করে। রাতকানা রোগ প্রতিরোধ করে। ডায়রিয়া প্রতিরোধসহ নানাভাবে সহায়তা করে।