নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তত্তিপুর ফেরীঘাট সংলগ্ন ব্রীজের নীচে ২৭ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাবুল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী শিবগঞ্জের চরহাসানপুর ক্যাম্পপাড়ার মতিবুর রহমানের ছেলে।
র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ বুধবার জানান, ইয়াবা বিক্রয়ের জন্য এক মাদক ব্যবসায়ীর ওই ব্রীজের নীচে অবস্থানের গোপন খবরে অভিযান চালানো হয়।
অভিযানে ২ হাজার ইয়াবাসহ আটক করা হয় বাবুলকে। শিবগঞ্জ থানার এস.আই রাশিদা খাতুন জানান, এঘটনায় বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।