প্রেস বিজ্ঞিপ্তি: চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার ৮শ’ ৫ পিস ইয়াবা ট্যালেটসহ ২ ব্যক্তিকে আটক করেছে র্যাব।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে অদ্য ৩০ মার্চ (শুক্রবার) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পুলিশ মাইল (গোবিনপুর) গ্রামে অভিযান পরিচালনা চালিয়ে ৪৮০৫ পিছ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মতিউর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৭) ও মহোনবাগ গ্রামের কুদ্দুস এর ছেলে উভয়ের থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।থাকার কথা স্বীকার করেছে।