মেহেদি হাসান: চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১৫মে (মঙ্গলবার) দুপুরে আনন্দ-উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচনী ভোট প্রয়োগ করেন পৌর কর্মচারী সংসদের ভোটাররা। দুপুর ২ টা থেকে ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী অফিসার প্যালেন মেয়র-১ মো. সাইদুর রহমান ও রিটার্ণিং অফিসার মো. ইমরান হোসাইন। পৌর কর্মচারী সংসদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন মো. এনামুল হক ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. রবিউল আওয়াল। পৌর কর্মচারী সংসদের ১৩টি পদের মধ্যে ৩টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতা সহ-সভাপতি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং প্রচার সম্পাদক নির্বাচিত হন। ১০টি পদের মধ্যে সাধারণ সম্পাদক পদে ৩জন ও অন্য ৮টি পদে ২জন করে প্রতিদ্বন্দ্বীতা করেন প্রার্থীরা।
এব্যাপারে পৌর কর্মচারী সংসদের দ্বি-বার্ষিক নির্বাচরেন রির্টার্ণিং অফিসার মো. ইমরান হোসাইন জানান, পৌর কর্মচারী সংসদের মোট ১১৬জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন মো. এনামুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পান ৩৪টি। এছাড়া সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে মো. রবিউল ইসলাম ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল আজিজ খান ভোট পান ৩২।
এছাড়া সহ-সভাপতি পদে মো. সেরাজুল ইসলাম ৬২ ভোট, যুগ্ম সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা ৭৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. আতিকুর রহমান ৮৩ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম ৬০ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. জোহরুল ইসলাম ৬২ ভোট, কর্মচারী কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে এস.এম অলিউল ইসলাম ৬৩ ভোট, মহিলা বিষয়ক সম্পাদিকা পদে মোসা. মোসলেমা খাতুন ৬৫ ভোট ও সদস্য পদে মো. শফিকুল আলম ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।