প্রেস বিজ্ঞপ্তি : চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর মালোপাড়া বিশ্বাসের ঘাট থেকে ১টি বিদেশী পিস্তলসহ ১ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যাবসূত্রে জানাগেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ এপ্রিল (শুক্রবার) দুপুর পৌনে ১টার দিকে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রাজারামপুর মালোপাড়া গ্রামস্থ পিয়ার বিশ্বাসের ঘাটে অভিযান পরিচালনা করে জেলার সদর উপজেলার ইসলামপুর মহল্লার মৃত আবুল কাসেমের ছেলে অস্ত্র ব্যবসায়ী জুয়েল (২০)কে ৭.৬৫ মিঃমিঃ ১ টি বিদেশী পিস্তল (মেইড ইন ইউএসএ), ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি এবং ১টি মোটর সাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।