নিজস্ব প্রতিবেদক : বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দোয়া মাহফিল ও উন্নয়ন সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার দুপুরে শহরের আরামবাগ এলাকার একটি ৪তলা ভবনে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স এর চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিসে এই দোয়া মাহফিল ও উন্নয়ন সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট উন্নয়ন ও মার্কেটিং সেলিম শাহিন জমাদার। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স এর চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিসের ইনচার্জ আব্দুল জাব্বার (বিপ্লব)’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স এর রাজশাহী জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওয়াহাব দুলাল।
দোয়া ও আলোচনা সভার সার্বিক তত্বাবধানে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান কামরুল। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বেস্ট লাইফ ইন্স্যুরেন্স এর বিভিন্নস্তরের কর্মকর্তা ও বিভিন্নস্থানের গ্রাহকগণ উপস্থিত ছিলেন।