ইমরান আলী: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
১১ মার্চ (রবিবার) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা শাখা আহ্বায়ক মোসা. মর্জিনা হককে সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়াকে সাধারণ সম্পাদকের নাম ঘোষাণা করা হয়।
জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মর্জিনা হক এর সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, সদস্য নুসরাত ফারজানা ইলোরা, নামসুন নাহার পারভীন, শাকিনা খাতুন পারুল, শাহিদা খাতুন রেখা। এসময় কেন্দ্রীয় ও জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হালিমা খাতুনের সঞ্চালনায় সম্মেলনে জেলার সকল উপজেলার প্রায় ২ সহস্রধিক মহিলা কর্মীরা অংশ নেয়। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় নিয়ে এসে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানান।