মেহেদি হাসান: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর রেলবাগানে ইবতেদায়ী ও হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
২৮ এপ্রিল (শনিবার) বিকেলে এ মাদ্রাসার উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর কবীর, ঢাকা স্ট্যান্ড জামে মসজিদের পেস ইমাম আবদুল আলিম, ইবতেদায়ী ও হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক শাহিন আলম, নাদের আলী প্রমুখ। উদ্বোধন শেষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।