রেড নিউজ ২৪.কম
বিনোদন : সালমান খানকে মনে করা হয় বলিউডের সবচেয়ে আকর্ষণীয় ব্যাচেলর। তার বিয়ে নিয়ে অনেক আলোচনাও হয়েছে। বিয়ে নিয়ে নানা বার নানা কথা বলেছেন তিনি। এবার আবার বললেন,নতুন বছরে তিন খান মিলে সিনেমা তৈরির পরিবর্তে বিয়ের দিকেই নজর দিবেন তিনি।
গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার মুম্বাইয়ে বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড ২০১৪ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান। সেখানে তাকে প্রশ্ন করা হয়, নতুন বছরে তার কোন বিষয়ে গুরুত্ব বেশি থাকবে,বিয়ে নাকি আমির এবং শাহরুখের সঙ্গে একই সিনেমায় কাজ করা?
এমন প্রশ্নের জবাবে দাবাং খ্যাত এ তারকা বলেন, ‘তিন খান মিলে সিনেমা তৈরির পরিবর্তে আমি বিয়ের দিকেই বেশি নজর দিব’
তাহলে কি ২০১৫ সালে নিজের ব্যাচেলর তকমাটা ঝেড়ে ফেলতে যাচ্ছেন সালমান। এখন শুধুই অপেক্ষার পালা তার ভক্তদের। কারণ ভক্তরা চান খুব শিগগিরি বিয়ের পিঁড়িতে বসুক তাদের নায়ক।