রেড নিউজ ২৪.কম
অর্থনীতি-ব্যবসা: আগামী জুনের মধ্যেই সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি জানান, নদী ভাঙন থেকে এ শিল্পপার্ক রক্ষায় ৩১২ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে ‘সিরাজগঞ্জ শিল্পপার্ক সুরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প’ প্রস্তাব প্রণয়ন করেছে।
সোমবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে আয়োজিত বিশেষ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে শিল্পমন্ত্রী এ কথা বলেন।