
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালইর বাজার থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ সানাউল হক (২৫) নামে ১ যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
জানাগেছে, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ও নাচোল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শামীম রেজার তত্বাবধানে মাদকবিরোধী অভিযান চলে।
এদিন গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নাচোল উপজেলার কালইর বাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ সানাউল কে হাতেনাতে আটক করে পুলিশের একটি দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও ওসি জানান। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ৫থানার অফিসার ইনচার্জ বিভিন্ন পাড়া মহল্লা ও এলাকায় মাদক বেচাকেনা বন্ধে অভিযান জোরদার করা হয়েছে।
মাদক সংশ্লিষ্ট যে কোন তথ্য দিতে পুলিশ সুপার কার্যালয় অথবা থানায় জানাতে বা তথ্য দিতে বলা হয়েছে।