নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুর্ধ্ব-১৬ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী এ ফুটবল প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে ২৬ জুন (বুধবার) বিকাল সাড়ে ৪টার সময় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাম্মল হক, প্রশিক্ষক সামসুল আলম বাবুল, অনুষ্ঠান সঞ্চলনা করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ক্রীড়া) আনিকুল ইসলাম।