নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৬ মার্চ (মঙ্গলবার) ভোর ৪টার দিকে নিজ বাড়িতে তীরের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরী উরাঁও (৫০) নামে এক আদিবাসী গৃহকর্তা আত্মহত্যা করেছে। সে বরেন্দা গ্রামের মৃত মগনাথ উরাঁও এর ছেলে।
পরিবারসূত্রে জানাগেছে, মৃতের ছেলে হেমন্ত উরাঁও এর স্ত্রী ভোর ৪টার দিকে টয়লেটে যাবার সময় ঘরের বারান্দায় তার শশুরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে স্বামী হেমন্ত উরাঁও ঘুম থেকে উঠে এসে প্রতিবেশী ও পুলিশকে সংবাদ দেয়। এদিকে মৃতের ছেলে হেমন্ত উরাঁও জানান তার পিতা কিশোরী উরাঁও ঋণগ্রস্থ ছিলেন এবং চরম অভাব-অনটনের মধ্যদিয়ে সংসার চালাচ্ছিলেন। তবে কী কারণে তাদের পিতা আত্মহত্যা করেছে এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি তারা।
নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মেদ জানান, মৃতের স্বজনদের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরী উরাঁও এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান এ ঘটনায় নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। উরাঁও