
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক) এর উপ-শাখা ও এটিএম বুথ এর উদ্বোধন করা হয়েছে।
৭ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় নাচোল বাসষ্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংকের নীচতলায় এক্সিম ব্যাংকের ৬ষ্ঠ উপশাখার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এক্সিম ব্যাংক রাজশাহী অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক ব্যবস্থাপক লাল মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, এক্সিম ব্যাংক নাচোল উপ-শাখার ইনচার্জ জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
উল্লেখ্য, স্বাধীনতাত্তোর নাচোলে ৩টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক (১৯৭২ খ্রি. জনতা ব্যাংক, ১৯৭৮ খ্রি. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ১৯৮৩ খ্রি. সোনালী ব্যাংক লিমিটেড) ব্যাংকিং এর সেবাদান কার্যক্রম চালিয়ে আসলেও সেকেলে নিয়মকানুন, জনবল সঙ্কট ও সেবাপ্রদানের সীমাবদ্ধতা থেকেই এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা ছিল বেসরকারি ব্যাংকের।
এ অবস্থায় ২০১৯ খ্রি. ডিসেম্বর থেকে ২০২১ খ্রি. ৭ জানুয়ারি পর্যন্ত নাচোলে বেসরকারি ব্যাংকের ১টি পুর্নাঙ্গ শাখা, ২টি উপ-শাখা ও ৬টি এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম পরিচালনায় কর্তৃপক্ষ এগিয়ে আসায় ডিজিটাল ব্যাংকিংয়ের নানামুখী সুযোগসুবিধা প্রাপ্তিতে নাচোলবাসী আরও একধাপ এগিয়ে যাওয়ার পাশাপাশি বরেন্দ্র ও কৃষিপ্রধান এ এলাকার অর্থনৈতিক উন্নয়নের বহুমুখী দ্বার উন্মোচিত হলো।