নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে জেলার নাচোলের প্রাচীন বিদ্যাপিঠ নাচোল পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ১৯৭১, ৭২ ও ৭৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বার্ষিকভোজ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে ১৬ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা ১১টায় নাচোল পৌর এলাকার কন্যানগর এটিএম নুরুল্লাহ খামারবাড়ি আম্রকাননে আলোচনাসভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ রিয়াদ ফারুক-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এএইচএম আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোলপাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, অবঃ সহকারি শিক্ষক সাইদুর রহমান, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম লুৎফল হক (টিপু), অ্যাডভোকেট ইসাহাক, অপসোনিন ফার্মার গ্রাফিকডিজাইনার হাবিবুর রহমান (হাবু), এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী শাখার ব্যবস্থাপক এটিএম নুরুল্লাহ, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মতিউর রহমান প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক আলাউদ্দিন আহমেদ বটু ও মবিরুল ইসলাম। শেষে মৃত সহপাঠীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন প্রাক্তন শিক্ষার্থী মাহবুব আলম।