নিজস্ব প্রতিনিধি: নাচোলে কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
২২ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রান্তিক ১০০ জন কৃষকের প্রত্যেককে নেরিকা জাতের ৫কেজি ধান বীজ, ২০কেজি ইউরিয়া, ১০কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার এবং সেচ খরচের জন্য কৃষকের নিজ নিজ বিকাশ একাউন্টে ১ হাজার টাকা করে প্রদানের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২, মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ (অফিসার ইন্চার্জ) হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামশুল আলম, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান জানাতুন্ন নাঈম মুন্নী, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান।