নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে পার্চিং দিবস পালিত হয়েছে। কীটনাশক ব্যাবহার ছাড়াই পরিবেশবান্ধব ও সাশ্রয়ী উপকরণ হিসেবে বিশেষ পদ্ধতিতে পাখি বসার জন্য বাঁশের বাতা দিয়ে তৈরী দৃশ্যমান টি আকারের স্ট্যান্ড স্থাপন করে ধান ক্ষেতের পোকা দমনে কৃষককে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সারাদেশে এ পার্চিং দিবস পালন করা হচ্ছে।
এ লক্ষ্যে ৮মার্চ (বৃহস্পতিবার) দিনব্যাপী নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৩টি ব্লকের অধীনে ৮ হাজার ৬শ’ ৫৫ হেক্টর বোরো ধান ক্ষেতে বিঘা প্রতি ১০ থেকে ১২টি করে বাঁশের বাতার তৈরী টি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে।
পার্চিং দিবস পালন উপলক্ষে নাচোল ইউনিয়নের বাঘরাইল ব্লক ও নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ব্লকে কৃষক উদ্বুদ্ধকরণসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কৃষক আব্দুস সালাম ও আফজাল হোসেন প্রমুখ।
শিবগঞ্জে বোরো ধানের পার্চিং উৎসব পালন
শিবগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় জেলার শিবগঞ্জ উপজেলায় বোরো ধানের জমিতে পার্চিং উৎসব পালন হয়েছে। ৮ মার্চ (বৃহষ্পতিবার) সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দা মাঠে ও শ্যামপুর ইউনিয়নের খড়গপুর মাঠে বোরো ধানের জমিতে পার্চিং উৎসব পালন হয়।
পার্চিয় উৎসবের মাধ্যমে শিবগঞ্জ উপজেলায় শতভাগ জমিতে পার্চিং সম্পন্ন করা হয়। শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃশিবিদ এস.এম আমিনুজ্জামানের নেতৃত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা এই উৎসবে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার এস.এম আমিনুজ্জামান জানান, পার্চিং করলে ধানের ক্ষতিকর পোকার লার্ভা পাখী খেয়ে পোকার বংশ বিস্তার রোধ করে, এতে ধানের জমিতে পোকার আক্রমন কম হয়, কীটনাশকের ব্যবহার কমে যায়, এতে পরিবেশ ভালো থাকে। ধানের জমিতে পার্চিং করলে মাজরা পোকা দমন হয়, কীটনাশক ব্যবহার কম হয়। পরিবেশ ভালো থাকে।