নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় পার্টির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫ জুন (মঙ্গলবার) নাচোল পাইলোট উচ্চ বিদ্যালয় মাঠে নাচোল উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসগার আলীর সভাপতিত্বে ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাজাহান আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মঈনুদ্দিন আহমেদ, নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বশির, গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আরিফ বাবু, নাচোল পৌর শাখার সাবেক সভাপতি আনিকুল ইসলাম, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মজিদুল হক ও সাংগঠনিক সম্পাদক নুর কামাল, আ’লীগ নেতা প্রভাষক মসিউর রহমান বাবু। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন স্কুলপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামূল হক।