
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকসহ ২ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মুক্তি ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক, নামো রাজারামপুর (মালো পাড়া) মহল্লার মৃত হাসান আলী ও ছেলে আব্দুল খালেক (৫০) এবং পাইকৈড়তলা নতুন হাট এলাকার মাঠ সংগঠক মৃত মশিউর রহমানের স্ত্রী শিল্পি (৪০) ।
জানাগেছে, জেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল খালেক নাচোল থানা পাড়া মহল্লায় সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হালিম এর দোতালায় একটি ফ্লাট ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেন ওই এনজিও’র কর্তা ব্যক্তিরা।
এনজিওটির নাচোল কার্যালয়ে সাইনবোর্ড না ঝুলিয়েই একজন মহিলা মাঠকর্মী দিয়ে শুরু করেন সদস্য সংগ্রহ কার্যক্রম। এ কার্যক্রমে প্রত্যেক সদস্যদের নিকট থেকে জমা নেয়া হয় ৬ হাজার টাকা করে। বিনিময়ে প্রত্যেক সুবিধাভোগীকে ১ মাসের মধ্যে ১লাখ টাকার গাভী লোন প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়।
এঋণের আশায় গ্রামের মহিলারা ৬ হাজার টাকা জামানত দিয়ে মুক্তি ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে।এবিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যান্ড খাদিজা বেগমকে দায়িত্ব প্রদান করেন।
২৩ মার্চ (মঙ্গলবার) বিকেলে এসিল্যান্ড মুক্তি ফাউন্ডেশনের নাচোল কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের কার্যক্রমে অসংগতি দেখে পুলিশকে মামলা করার পরামর্শ প্রদান করেন। সেই সাথে মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মাঠ সংগঠক শিল্পিকে গ্রেফতার করেছে পুলিশ। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছিলো।