চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্নীতি প্রতিরোধে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ৯টায় নাচোল পাইলট উচ্চবিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় হলরুমে আলোচনায় মিলিত হয়।
অনুষ্ঠিত র্যালী ও আলোচনাসভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষর্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী-পেশাজীবীগণ অংশগ্রহন করেন। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ওয়াসিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল, সদস্যসচিব একরামুল হক, সদস্য আব্দুস সাত্তার (সাংবাদিক) ও রবিউল ইসলাম, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম, নাচোল পরিবেশ উন্নয়ন কমিটির সদস্যসচিব সাংবাদিক মতিউর রহমান প্রমুখ।